বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১২

দেখে নিন বিশ্বের সেরা ১০ বুদ্ধিমান ব্যাক্তিকে !!!


১. Kim Ung-Yong: (জন্ম মার্চ ৮, ১৯৬২)


কোরিয়ান এই লোকটি কিন্তু বিশ্বের সেরা ধনী কেউ না। কোরিয়ান এই child prodigy মাত্র ২ বছর বয়ষে Korean, Japanese, German, আর English এ পারোদর্শি হয়ে যায়। ১ মাসেই সে যেকোনো বিদেশি ভাষা আয়ত্ত করে ফেলতো। মাত্র ৪ বছর বয়ষে সে ইউনিভার্সিটিতে যোগ দেয়। তখন থেকেই সে জটিল differential আর integral calculus এর সহজ সমাধান দিয়ে দিতে পারতো। আর মাত্র ৮ বছর বয়ষেই তার ডাক আসে আমেরিকার NASA হতে। সেখানে তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গভেষনামূলক কাজ করেন। বিশ্বে সবচেয়ে বেশি IQ স্কোর ২১০ তারই ছিলো।

২. Gregory Smith:

মাত্র ১২ বছর বয়ষে যাকে নোবেল পুরঃষ্কার প্রার্থি করা হয়েছিলো সে এখন International Youth Advocates এর প্রতিষ্ঠাতা।সে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে শিশুদের শিক্ষা আর শিশুদের প্রতি  শ্বান্তিপূর্ন অভিবাবকত্তের কথা বলে। শিশুদের অধিকার নিয়ে কাজ করে এতো অল্প বয়ষেই সে খুব সুনাম কামিয়েছে।বিখ্যাত সব  টিভি অনুষ্ঠান আর বিখ্যাত লোকদের সাথে তাকে প্রায়ই দেখা যায়। ছোট বেলাতেয় সে খুব বুদ্ধিমান ছিলো। ১৪ মাস বয়ষেই সে গাণিতিক সমস্যার সমাধান আর ২-বছর বয়ষে পড়তে ও প্রাপ্তবয়স্ক এর ব্যাকরণ সংশোধন করতে পারতো।

Greg's Global Vision:

"I DREAM OF THE DAY
WHEN ALL CHILDREN
CAN LIVE WITHOUT FEAR
AND IN A WORLD AT PEACE!"

৩. Akrit Jaswal:


৭ বছর বয়ষি ইন্ডিয়ান সার্জেন। ছোট বেলায় খুব অল্প সময়ে সে হাটঁতে শিখে যায় আর ১০ মাস বয়সেই সে কথা বলতে শিখে। আর মাত্র ৬ বছর বয়ষেই science এবং anatomy তে তার খুব আগ্রহ দেখে স্থানীয় হাসপাতালের ডাক্তাররা তাকে তাদের করা অপারেশন গুলো পাশে থেকে দেখার সুযোগ করে দিলো।অপারেশন দেখে উৎসাহিত হয়ে সে বাসায় এসে ঐ টপিকগুলো নিয়ে আরো পড়তো। একদিন এক হত দরিদ্র পরিবার তার এই অসামান্য ক্ষমতা দেখে তাদের মেয়েকে বিনে পয়সায় অপারেশন করার অনুরোধ জানায়।মাত্র ৭ বছর বয়ষে সে অপারেশনটি সফলতার সাথে করে দুনিয়ায় চমক সৃষ্টি করে।

৪. Cleopatra Stratan:

বিশ্বের সর্ব কনিষ্ঠ গায়িকা যেকিনা মাত্র ৩ বছর বয়ষে শতো শতো দর্শকের সামনে টানা ২ ঘন্টা লাইভ পারফর্মেন্স করে তাক লাগিয়ে দিয়েছিলো। ২০০৬ সালে La vârsta de trei ani ("At the age of 3") নামে একটি এ্যালবাম বের করে যেটি কোনো শিশু শিল্পীর গাওয়া সবচেয়ে ব্যবসায়িক সফল এ্যালবাম।মেয়েটির বাবা একদিন তার নিজস্ব স্টুডিওতে গান রেকর্ড করার সময় সে পাশেই খেলা করছিলো তো হটাৎ করে সে মাইক্রোফোনটি হাতে নিয়ে বাবার সাথে গাইতে শুরু করলো। সবাইতো অবাক!!!

মজার বেপার হলো জনপ্রিয় হিন্দি গান তেরি মেরি প্রেম কাহানি তার গানেরই কপি করা !!!


৫. Aelita Andre:



অস্ট্রেলিয়ান এই মেয়েটি হাঁটা শেখার আগেই পেইন্টিং শিখেছে। মাত্র ২ বছর বয়ষে তার Abstract art এর উপর পিকচার গ্যালারি ছিলো। তার প্রথম solo exhibition হয় নিউইয়র্ক এ ২০১১ সালে যখন তার বয়ষ ছিলো ৪।
সেখানে তার ২৪ টি পেইন্টিং গোলো একেকটা ৪,৪০০-১০,০০০ ডলারে বিক্রি করে।


৬. Saul Aaron Kripke:(জন্ম নভেম্বার ১৩, ১৯৪০)


একজন মার্কিন যুক্তরাষ্ট্রীয় দার্শনিক এবং নৈয়ায়িক(logician) যিনি হাইস্কুলের ছাত্রাবস্থায় শিক্ষকতা করার প্রস্তাব পেয়েও মায়ের কথামতো আগে নিজের হাইস্কুল আর বিশ্ববিদ্যালয় পড়া শেষ করার জন্য তা ফিরিয়ে দেন।১৯৬০ সাল থেকে Kripke  গাণিতিক যুক্তিবিজ্ঞান, ভাষার দর্শন, গণিত দর্শন, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, এবং সেট তত্ত্ব ক্ষেত্রগুলিতে একজন কেন্দ্রিয় চরিত্র । তার কাজের অনেক বাকি রয়ে গেছে অপ্রকাশিত অথবা শুধুমাত্র টেপ-রেকর্ডিং এবং প্রাইভেটে প্রচারিত প্রাচীন পাণ্ডুলিপি হিসাবে। Kripke যুক্তিবিজ্ঞান, বিশেষত প্রকারীয় লজিক(modal logic) এ মূল অবদান রেখেছেন। Kripke ২০০১ সালে Logic and Philosophy তে [sb]Schock পুরস্কার পান[/sb]। একটি সাম্প্রতিক জরিপের বিগত ২০০ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিকের মধ্যে Kripke স্থান পেয়েছিল শীর্ষ দশে।

৭. Michael Kevin Kearney:



একটি রিয়ালিটি শো থেকে যিনি বিলিয়নারি হয়েছেন তিনি ৬ বছর বয়ষে স্কুল আর ১০ বছর বয়ষে কলেজ শেষ করে ১৭ বছর বয়ষে শিক্ষকতা শুরু করেন। বিশ্বের সর্ব কনিষ্ঠ গ্র্যাজুয়েট তিনি। ২০০৮ সালে জিতেন টেলিভিশন গেইম শো [sb]Who Wants to be a Millionaire?[/sb] থেকে [sb]$১০,০০,০০০[/sb]।

৮. Fabiano Luigi Caruana:

২০০৭ সালে মাত্র ১৪ বছর বয়ষে দাবায় গ্র্যান্ডমাষ্টার !! ইটালি আর আমেরিকার দ্বৈত নাগরিক এই দাবারু ফিদে ২০১২ লিষ্টে বিশ্বে ৭তম আর World Junior এ প্রথম স্থানে আছে।

৯. Willie Mosconi:(জুন ২৭, ১৯১৩ – সেপ্টেম্বার ১৭, ১৯৯৩)



"Mr. Pocket Billiards" খ্যাত এই লোকটি ৬বছর বয়ষে পুল (পকেট বিলিয়ার্ড) খেলেছেন।কিন্তু বাবার অনুমোতি না থাকায় রান্না ঘরে ছোট গোল আলু আর ঝাটার লাঠি(broomstick) দিয়ে খেলতেন।তিনি ১৫ বার World Straight Pool Championship জিতেন।

১০. Elaina Smith:


সে একজন কনসালট্যান্ট, ৭ বছর বয়ষি মেয়েটি একটি রেডিও স্টেশনে  জীবনের বিভিন্ন সমস্যার পরামর্শ দিয়ে থাকে।সামাজিক,পারিবারিক কিংবা প্রেম ভালোবাসা বিষয়ে সে চট্‌ করে একটা পরামর্শ দিয়ে দেয় যা কিনা বাস্তব সম্মত বটে!!

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১২

বিশ্বের সবচেয়ে বিপদ জনক অস্ত্র!!!



বিশ্বের সবচেয়ে বিপদজনক অস্ত্র কোনটি ? এই প্রশ্নটা আপনাদেরকে করলে কেউ হয়তো বলবেন এটোমিক বোমা, কেউ অত্যাধুনিক লেজার অস্ত্র যা অনেক দূর থেকেই লক্ষবস্তুতে আঘাত করতে সক্ষম ইত্যাদি ইত্যাদি।
 :P
 :P
কিন্তু আমি আপনাদের এমন একটি অস্ত্রের কথা বলবো যা মূলতো কোনো মানুষেরই তৈরি নয়।কিন্তু মানব সৃষ্টির সাথে সাথেই এটাও সৃষ্টি হয়েছিলো আর তা হলো [sb]জিহবা(tongue)[/sb]।

 জী হ্যা, জিহবাই হলো পৃথিবীর ভয়ংকরতম অস্ত্রটি। কীভাবে? একটু ভালো করে ভাবলেই বুঝবেন ব্যাপারটা।

ধরেন যদি হিটলারের জিহবা না থাকতো তবে সে আর কথা বলতে পারতোনা।আর সে কথা না বলতে পারলে পৃথিবী বেঁচে যেতো এক ভয়াবহ যোদ্ধ হতে।


হিটলারের এই ১টি মাত্র জিহবার কারনে সারা দুনিয়া তছনছ হয়েছিলো তখন। ঠিক তেমনি ভাবে এই যোগেও বুশ, তালেবান, সাদ্দাম কিংবা লাদেনের জিহবার পাল্টা পাল্টি কথার আঘাতে জ্বলে পুড়ে গেছে কয়েকটি দেশ।মারা গেছে শত শত নারি, শিশু সহ হাজারো মানুষ।

আমাদের দেশের কথায় ধরেন, সকাল বেলা ঘুম ভেঙে যদি শোনতে পেতাম আমাদের দেশের রাজনৈতিক নেতাদের জিহবা গায়েব! তবে কি বাঁচাটাইনা বাঁচতাম। বেঁচে যেতাম তাদের লাগামহীন বেফাস কথা বার্তা আর হরতাল, গুন্ডামি থেকে।

ব্যাক্তিগত জীবনেও যে আমরা জিহবার সুলভ ব্যাবহার করিনা তা একটি ঘটনা শোনলেই বোঝতে পারবো।*একটি মহিলা তার গলার ভোকাল কর্ডের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলো।ডাক্তার তাকে পরিক্ষা নিরিক্ষা করে ৬ মাস কারো সাথে কথা না বলার পরামর্শ দিলেন।কিন্তু মহিলা ৬মাস স্বামী আর ৬ সন্তানের সাথে এতোদিন কথা না বলে থাকাটা অসম্ভব ভেবেও শেষে ডাক্তারের কথা শোনলেন।আর এই ৬ মাস তিনি প্রয়োজনীয় কথা গুলো কাগজে লিখে সবাইকে দেখাতেন।৬মাস পর গলা ঠিক হয়ে গেলে ডাক্তার তাকে জিগ্ঘেস করলেন শুধু মাত্র লিখে মত প্রকাশে অভিঙ্গতাটা কেমন ছিল।মহিলা বল্লেন যে আপনি শোনে অবাক হবেন যে কতোগুলো কাগজ লিখে ধুমরে মুচরে ছিড়ে ফেলেছি কারো কারো হাতে দেবার আগে কারন সেখানে অনেক কথা ছিলো যা রাগের বশে আমি লিখেছিলাম ঠিকি কিন্তু কেউ শোনলে কস্ট পাবে পরে পড়ে আমি তা বুঝেছিলাম*।
অথচ কথা বলতে পারলে ঠাস করে সে কথাগোলো তখনই বলে দিতো।তার এই বোধটা আর আসতোনা।

ঠিক তেমনি একটি বিপ্লবী জিহবার আঘাতেও মুক্তি পেতে পারে একটি জাতি একটি দেশ।সালাম বরকত রফিকের জিহবাও মুক্তি দিয়েছিলো একটি ভাষাকে।


এখন ভাবেন, সত্যিকার অর্থে  বিশ্বের সবচেয়ে বিপদ জনক অস্ত্রটি জিহবা নয় কী??

রবিবার, সেপ্টেম্বর ০৯, ২০১২

মজাদার কিছু বাস্তব তথ্য !!!



১* millie নামের হোয়াট হাউসের প্রেসিডেন্ট বুশের (H W) এই কুকুরটি ১৯৯১ সালে প্রেসিডেন্ট বুশের চেয়ে ৪ গুন বেশি টাকা আয় করেছিলো । তখন বুশের মোট আয় ছিলো ১৩,২৪,৪৫৬ ডলার, যার মধ্যে মাত্র ২ লাখ ডলার আসে বুশের বেতন থেকে ।বাকি টাকা এই কুকুরটি আনে তার নামে লেখা বই আর তার করা বিভিন্ন টিভি অনুস্ঠানের মাধ্যমে।
( ভাবতেছি কাল ৩টা কুকুর কিনে একটা হাসিনা একটা খালেদা আরেকটা কাকু এরশাদ কে গিফ্ট করে বলবো,এই লন কুকুর দিয়া বড়োলোক হোন তাও দূর্নীতি ছাড়েন!!  )

২* আপনি যদি একটি পেনি দিয়ে ১০,০০০ বার টস করেন আপনি কখনো ৫,০০০ বার হেড তুলতে পারবেন না বড়ো জোর ৪৯৫০ বার উঠতে পারে কারন হেড এর ছবি সম্বলিত সাইট টির ওজন বেশি তাই এটি নিচে দিকে যেতে চাইবে বেশি। (তাইতো বলি আমরা টসে এতো হারি কেন !! ক্যাপ্টিনরা সাবধান !!)

৩* টাইটানিক জাহাজের দাম ছিলো মাত্র ৭ মিলিয়ন ডলার আর এটি নিয়ে নির্মিত টাইটানিক মুভির দাম ২০০ মিলিয়ন ডলার !!  (এই টাকা দিয়া সদরঘাট টু নিউ ইয়র্ক আরো কয়টা নতুন জাহাজ বানায়লে কি হইতো ? আহাম্মক কোনহানকার!!)

৪* ভলিয়ম ভিত্তিক সারা দুনিয়ায় সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয় ইন্ডিয়াতে আর এই সারা ইন্ডিয়াতে যতো গুলো গরু আছে তার চেয়ে বেশি গাড়ি আছে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে !!
 (ঐখানে মনে হয় গাড়ি সেরের দরে বেচে !!)

৫* ১৯৮০ সালে লাস ভেগাসের হাসপাতাল থেকে কর্মচারি ছাটাই করতে হয়েছিলো কেন যানেন? কারন তারা রোগীদের মৃত্যুর সময় নিয়ে জুয়া খেলতো।কে কখন মারা যাবে

৬*পৃথিবিতে নাকি ৭৫% লোক গোসল করে টপ টু বটম মানে মাথা আগে ভিজায়, শেষে পা ভিজে।
(কিন্তু বাকি ২৫% কেমনে করে ?? আমার ধারনা যারা নদিতে বা সমুদ্রে গোসল করে তারা তো আগে পা ই ভিজায় ! কি জানি, কেউ কেউ হয়তো বাতটাবে বইসাও পায়ে আগে পানি ঢালে!)

৭* মহাকাশ গভেষনায় নাসা কোন দিনও কোন পাখি পাঠাতে পারবেনা কেন জানেন? কারন পাখির খাবার গলধ:করন করার জন্য মধ্যাকর্ষন বল দরকার হয় !!
( পারলেতো বাংলাদেশ থেকে কয়টা টিয়া আর ময়না গিয়ে ঘুরে এসে বাংলায় বর্ণনা করতে পারতো!)

৮* সুইজারল্যান্ডে কোন গাড়ির দরজা আপনি জোড়ে ধাক্কা মেরে লাগাতে পারবেন না। আইনে মানা   (আর আমাদের দেশে হেল্পার রা গাড়ির দরজা চাপড়াইয়া চাপড়াইয়া লোক উঠায়।)

৯* আবার ইতালির সিয়েনায় "মেরি" নামের কোনো মেয়ে পতিতা বৃত্তি করতে পারবেনা। আইনে মানা। অন্য নামে বেপার না !!( ভালা কথা)

১০* সবচেয়ে মজার বেপার হলো আমেরিকার Kentucky রাজ্যে কারো পেছনের পকেটে আইস ক্রিম নেয়া দন্ডনিয় অপরাধ !! (কাহিনি কি বুঝলাম না !)

১১* হাতের আঙ্গুলের ছাপের মতো মানুষের জিহবার ছাপ ও স্বতন্র ! ( জীবনে আঙ্গুলের ছাপ অনেক দিছি, জিহবার ছাপ দেওনের কোন শখ নাই )

১২* আপনি যখন কলা খাবেন তখন মশারা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয় ! আর জানেনতো যে, মশাদেরও কিন্তু দাত আছে !! ( রাতে কলা খেয়ে ঘুমাবেন না সাবধান !)

১৩* বেশির ভাগ গরু ই নাকি মিউজিকের তালেতালে বেশি দুধ দেয় !! (আল্লাহ মালুম এখন তো দেখছি গোয়াল ঘরেও হোম থিয়েটার লাগবে !!)

১৪*পৃথিবিতে যতো গুলো মানুষ আছে তার চেয়ে বেশি মুরগি আছে !! ( চলেন আমরা সবাই একটা দিন বিশ্ব চিকেন দিবস পালন করি)

১৫* ইন্ডিয়ানা ইউনিভার্সিটির মেইন লাইব্রেরি প্রতি বছর ১ ইন্চি করে ডেবে যাচ্ছে । কারন এটি বানানোর সময় প্রকৌশলিরা এর উপর রাখা বইগুলো সঠিক ওজন হিসেবে বানাতে ব্যার্থ হয়। ( সব বই স্কেন কইরা কম্পিউটারে ভরে দিলেইতো হয়। ওজন নাই !!)

১৬* পেয়াজ কাটার সময় চোখে পানি এলে চুইংগাম চাবান, পানি আসা বন্ধ!! কিন্তু ডিজনিল্যান্ডে চুইংগাম নেয়া এ্যালাও না অথচ এই চুইংগামই পাওয়া গেছে ৯,০০০ বছর আগের। (এতো আগে চুইংগাম দিয়া কি করতো, রুটি বানাইতো নাতো?)

১৭*এক মহিলার প্রেগনেন্সির রেকর্ড ছিলো ১৭ মাস ১১ দিন     ( এমন যেনো না হয় আর)

১৮* নাম Eskimo ice cream, অথচ এতে না আছে বরফ, না আছে ক্রিম । মাংস দিয়ে খাবার!!! ( ব্লগার এস্কিমো ভাই কয়, ওনার গায়ে রক্ত মাংস আছেতো ?)

১৯* ঠিক তেমন বাটার মিল্কেই নেয় কোন বাটার!! ( আই হেট বাটার!!)

২০* ১১১,১১১,১১১ x ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯ ৮৭৬৫৪৩২১ !! (কি বুঝলেন ১-৯, ৯-১ ? )

২১* ১৯৮০ সালে বিশ্ব একটি দেশ ই ছিলো টেলিফোন লাইন ছাড়া, আর তা হলো ভুটান। ( তখন কি আমাগো দেশে আইসা ওরা ফোন করতো?!)

২২* আইস্ ল্যান্ডের শহরে কুকুর পোষা নিষেধ। ( ওরা বুঝেনা কুকুরকেও ওরা কাজে লাগাতে পারে বুশের মতো ! )

২৩* আবার ক্যানসাসে কেউ খালি হাতে মাছ ধরতে বা ছুঁতে পারবেনা!! ( কেন ঐ দেশের মাছে গন্ধ বেশি নাকি!!)

২৪* পানি পান ছাড়া একটি জিরাফ নাকি একটি উট থেকেও বেশি দূর যেতে পারে!! (তাইলে মরু ভুমিতে জিরাফ নাই কেন)

২৫* আর গড়ে একজন মানুষ নাকি দিনে ১৫ বার হাসে !!      ( নিশ্চিত ছেলের ১৫ বার হলে মেয়ের ৩৯ হবে)

২৬* প্রতি ২০ লাখ লোকের মধ্যে ১ জন নাকি বিছানা থেকে পড়ে মারা যায়  ( ভাই দুই পাশ খালি রাইখা ঘুমায়েন না)

২৭* ১৮৮০ সালেও নাকি ইংল্যান্ডে " প্যান্ট" কে একটি বাজে শব্দ হিসেবে গন্য করা হতো !!  ( তাইলে হাফ প্যান্ট কি???)

২৮* বলেনতো ১ কেজি লেবু আর ১ কেজি স্ট্রবেরির মধ্যে কোনটাতে চিনির পরিমান বেশি আছে?? = লেবুর মধ্যে! ( এই জন্যইতো মানুষ লেবু দিয়ে চা পান করে যাতে চিনি কম লাগে)

২৯* যারা সাপকে ভয় পান তাদের কে বলি, নিউজিল্যান্ডে কোনো সাপ নেয় !! ( থাকলেই ভালো হয়তো ওঝা ভিসাই চান্স নিতাম)

৩০* পরীক্ষায় নকলের দায়ে বিশ্বে এক মাত্র দেশ কোনটি, যেখানে ১৫ বছরের কিশোর কেও জেলে পাঠানোর আইন আছে ?? তা এই আমার সোনার বাংলাদেশ !! ( তার মানে দুনিয়ার মানুষ বুঝলো যে আমাদের এখানে সবাই ভয়াবহ ভাবে নকলে আসক্ত যেটা জেল না খাটিয়ে রোধ করতে পারেনা  লজ্জা লজ্জা )